সর্বশেষ

এবার পিজ্জা ডেলিভারি দেবে রোবট

প্রকাশ :


২৪খবরবিডি: 'ইন্টারনেট আর স্মার্টফোন মানুষের জীবন বদলে দিয়েছে। অনলাইন শপিং এবং খাবার অর্ডার করা তার সবচেয়ে বড় উদাহরণ। যখনই কিছু খেতে ইচ্ছে করে তখনই গ্রাহক অর্ডার দেন। কিছুক্ষণের মধ্যে সেই খাবার পৌঁছে যায় বাড়িতে বা অফিসে। মানুষের জীবন আরও বেশি সহজ করতে এবার রোবোটিক ডেলিভারি ব্যবস্থা নিয়ে আসছে পিজা হাট। অবাক করার মতো হলেও বিষয়টি সত্য। কানাডায় রোবটকে দিয়ে ডেলিভারির কাজ করানোর চেষ্টা করছে সংস্থাটি। এজন্য সার্ভ রোবোটিক্সের সঙ্গে একটি চুক্তি করেছে পিজা হাট।'
 

'এই প্রকল্পে ডোর টু ডোর ডেলিভারির জন্য দুই সপ্তাহের ট্রায়াল শুরু হয়েছিল। এতে রোবট ব্যবহার করা হয়েছে। এই পাইলট প্রকল্পটি ভ্যাঙ্কুভার শহরে করা হয়েছে। প্রতিবেদন ঠিক থাকলে অন্যান্য শহরেও করা হবে। ট্রায়াল চলাকালীন, ভোক্তারা পিজা হাট মোবাইল অ্যাপ ব্যবহার করে খাবার (রোবট ডেলিভারির জন্য) অর্ডার করতে পারে। রোবটের অবস্থান ট্র্যাক করতে ব্যবহারকারীদের অ্যাপটি ব্যবহার করতে হয়েছিল। ইউজারদের একটি অনন্য পিন দেওয়া হয়, যার সাহায্যে তারা রোবট থেকে অর্ডার পেতে সক্ষম হয়। সামগ্রিকভাবে, এই প্রক্রিয়াটি একইভাবে কাজ করে যেভাবে একজন সাধারণ ডেলিভারি ম্যান অর্ডার নিয়ে আসে। শুধুমাত্র এখানে একজন মানুষের পরিবর্তে একটি রোবট অর্ডার নিয়ে আসবে।'


'সার্ভ রোবোটিক্সের সিইও আলি কাশানি বলেছেন, ডেলিভারি প্ল্যাটফর্ম সম্প্রসারণের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পিজা হাট কানাডার ডিরেক্টর অব অপারেশনস বলেছেন,

এবার  পিজ্জা  ডেলিভারি  দেবে  রোবট

কানাডায় ডেলিভারি প্রযুক্তির ভবিষ্যতের দিকে এটি একটি অনন্য পদক্ষেপ। সহজ কথায়, আমরা এখন স্মার্টফোন এবং ইন্টারনেট থেকে রোবটের জগতের দিকে এগোচ্ছি।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত