প্রকাশ :
২৪খবরবিডি: 'চলতি বছর ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী সামরিক অভিযানের পর শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে রাশিয়ার রিজার্ভ অর্থ জব্দসহ একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার সমরাস্ত্র, যুদ্ধযান ও অন্যান্য সামরিক উপকরণ সরবরাহকারীদেরও অন্তর্ভূক্ত করা হয়েছে।'
'কোন কোন কোম্পানি ও ব্যক্তিকে এই নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু বলেননি ইয়েলেন। তবে তিনি জানিয়েছেন, ইতোমধ্যে অস্ত্র ও সামরিক উপকরণ উৎপাদনকারী বড় রুশ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় রাশিয়ায় মার্কিন সামরিক উপকরণ ও প্রযুক্তির রপ্তানি
'রাশিয়ার অস্ত্র সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায়'
নিষিদ্ধ করেছে। এসব নিষেধাজ্ঞার প্রভাব ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে পড়া শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপশি যতদিন এই যুদ্ধ চলে, ততদিন ইউক্রেনকে অস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন জ্যানেট ইয়েলেন।'-সূত্র : রয়র্টাস