সর্বশেষ

৫০০ শয্যা যমেক হাসপাতাল নির্মাণের প্রাথমিক কাজ চলমান'

প্রকাশ :


২৪খবরবিডি: 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণের প্রাথমিক কাজ চলমান আছে। অর্থাৎ যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করে দিচ্ছি আপনাদের উন্নত চিকিৎসা সেবার জন্য। আর স্টেডিয়ামের অবস্থা খুবই খারাপ।'
 

'জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এটি। এ স্টেডিয়ামকে আমরা ১১স্তর বিশিষ্ট স্টেডিয়াম করে দেব। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, অভয়নগরে ইপিজেড করে দেওয়া হচ্ছে। সেখানে ৫০০ একর জমি নেওয়া হয়েছে। সেখানে বহু মানুষের কর্মসংস্থান হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে। যুব সমাজের জন্য আমরা অনেক কিছু করেছি। শুধু চাকরি খুঁজলে হবে না। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। জামানত ছাড়া ঋণ পাওয়া যাবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। কেউ বেকার থাকবে না। কেউ কিছু না কিছু করতে পারবে। আমরা সেটা করে দিয়েছি।'


'বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে জনসভা শুরু হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের সঞ্চালনায় অন্যদের

'৫০০ শয্যা যমেক হাসপাতাল নির্মাণের প্রাথমিক কাজ চলমান'

মধ্যে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত