সর্বশেষ

'আগামী ৫ জানুয়ারি নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন'

প্রকাশ :


FDCNews24: 'আগামী ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হচ্ছে । রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।'
 

'একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ২০২৩ সালের ৫ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ২১তম অধিবেশন শুরু হবে। নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি।
'আগামী ৫ জানুয়ারি নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন'
রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশনজুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন। অধিবেশনের শুরু উপলক্ষে প্রতি বছর ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত