প্রকাশ :
২৪খবরবিডি: 'ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২১ ডিসেম্বর) ওয়াশিংটন সফরে যেতে পারেন। খবর সিএনএনের। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, জেলেনস্কি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।'
'রাশিয়া হামলা করার পর জেলেনস্কি ইউক্রেন ছেড়ে কোথাও না গেলেও তার সঙ্গে দেখা করতে ছুটে গেছেন ইউরোপের দেশগুলোর বেশিরভাগ নেতা। এছাড়া টেলিফোন ও ভিডিও কলেও বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি।যদি জেলেনস্কি সত্যিই যুক্তরাষ্ট্র সফরে যান তাহলে এটি নতুন করে নির্দেশ করবে, মার্কিনিদের কতটা প্রয়োজন ইউক্রেনের।
'জেলেনস্কি আজ ইউক্রেন ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে পারেন'
রাশিয়া হামলা করার পর ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রই। জানা গেছে, কিয়েভের জন্য সামরিক সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এমন সময়েই নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি।'-সূত্র: বিবিসি, সিএনএন