সর্বশেষ

ইউক্রেন যুদ্ধ কয়েক বছর স্থায়ী হতে পারে: ন্যাটোর সতর্কতা

প্রকাশ :


২৪খবর বিডি: 'পশ্চিমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে, ইউক্রেন যুদ্ধ কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এমন মন্তব্যই করেছেন ন্যাটো প্রধান জেনস স্টোলেনবার্গ।' ন্যাটো মহাসচিবের দাবি, এই যুদ্ধের পরিণাম ভয়াবহ হলেও মস্কো এটা দিয়ে তাদের সামরিক ফায়দা লুটতে চায়।

-এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছেন।

'২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ ইউক্রেনে স্বঘোষিত বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। আর সেই সেনা অভিযানের নেপথ্য কারণ ইউক্রেনের ন্যাটোতে জোর দেওয়ার তোড়জোর।'

 ইউক্রেন যুদ্ধ কয়েক বছর স্থায়ী হতে পারে: ন্যাটোর সতর্কতা


'রাশিয়া মনে করে ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তা মস্কোর জন্য চরম বিপজ্জনক হয়ে উঠতে পারে।'
সূত্র: বিবিসি 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত