প্রকাশ :
২৪খবর বিডি: 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৫ মণ (এক হাজার কেজি) আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে এ উপহার পাঠানো হয়।'
-কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের ডেপুটি থার্ড সেক্রেটারি মারিফাত তারিকুল ইসলাম আমের প্যাকেটগুলো গ্রহণ করে ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।
-এর আগে সকালে সড়কপথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছানো হয়। এ উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে ২৫ মণ আম পাঠালেন প্রধানমন্ত্রী
'ডেপুটি থার্ড সেক্রেটারি মারিফাত তারিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার দুই দেশের সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।'
-গতবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ট্রাক রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।