প্রকাশ :
২৪খবর বিডি: 'জার্মানির দক্ষিণাঞ্চলে জড়ো হচ্ছেন বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭ এর নেতারা। গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেন যুদ্ধ, খাদ্য এবং জ্বালানি ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে। ইউক্রেন ইস্যুতে জি-৭ নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে চাইবেন।'
-বৈঠকে রাশিয়া থেকে আমদানিকৃত জ্বালানি তেল এবং গ্যাসের বিকল্প উৎস নিয়ে আলোচনা হবে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জ্বালানির মূল্য বৃদ্ধিতে করণীয় নিয়েও বৈঠকে প্রাধান্য পাবে।
ইউক্রেন যুদ্ধ, 'খাদ্য এবং জ্বালানি ইস্যুতে' জার্মানিতে জি-৭ নেতারা
'ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর একের পর কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো। এর মধ্যে রয়েছে মস্কো থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানি না করা। তবে বিকল্প যোগান না পাওয়া পর্যন্ত গ্যাস নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি কয়েকটি দেশ।'