প্রকাশ :
২৪খবর বিডি: 'যুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।'
'লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। নিখোঁজ গাড়ির চালককে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।'
যুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার
-এদিকে এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তার দাবি, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত’ নীতির ফলেই এমন ঘটনা ঘটেছে।