বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ

শুভেচ্ছার বিশেষ নিদর্শন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশ : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২


/ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরীফ /

২৪খবর বিডি: 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য ১ হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘আম্রপালি’ আম পাঠিয়েছেন। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে এসব আম হস্তান্তর করা হয়

মঙ্গলবার (৫ জুলাই) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে সাদরে গ্রহণ করা হয়েছে।


ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস থেকে আমগুলো পাকিস্তানের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হচ্ছে
'প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে বলেও এতে জানানো হয়।'

শুভেচ্ছার বিশেষ নিদর্শন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

-এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

Share

আরো খবর


সর্বাধিক পঠিত