প্রকাশ :
২৪খবরবিডি: 'শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবীণ আইনপ্রণেতা দিনেশ গুনাবর্ধনে। শুক্রবার তিনি শপথ নেন। তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। খবর স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।'
-সামরিক পোশাক পরা কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের উপস্থিতিতে গুনাবর্ধনে শপথ নেন। এ সময় আইনপ্রণেতা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 'মন্ত্রিসভার বাকি সদস্যরা আজই শপথ নেওয়ার কথা।'
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ গুনাবর্ধনে
'অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ইউক্রেনে আগ্রাসনের কারণে শ্রীলঙ্কার সংকটকে ঘিরে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ চলে আসছে। যার কারণে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালাতে বাধ্য হয়েছেন।'