সর্বশেষ

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ গুনাবর্ধনে

প্রকাশ :


শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ গুনাবর্ধনে

২৪খবরবিডি: 'শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবীণ আইনপ্রণেতা দিনেশ গুনাবর্ধনে। শুক্রবার তিনি শপথ নেন। তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। খবর স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।'

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করা দ্বীপরাষ্ট্রটিতে নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার একদিন পর গুনাবর্ধনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। কলম্বোতে বিক্ষোভকারীদের ওপর সেনা সদস্যদের আক্রমণ ও তাদের সরিয়ে দেওয়ার ঘণ্টা কয়েক পর এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় গ্রেপ্তার করা হয়েছে নয়জনকে। ইতোমধ্যে নতুন সরকার বিক্ষোভ দমনে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে।

-সামরিক পোশাক পরা কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের উপস্থিতিতে গুনাবর্ধনে শপথ নেন। এ সময় আইনপ্রণেতা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 'মন্ত্রিসভার বাকি সদস্যরা আজই শপথ নেওয়ার কথা।'

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ গুনাবর্ধনে

'অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ইউক্রেনে আগ্রাসনের কারণে শ্রীলঙ্কার সংকটকে ঘিরে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ চলে আসছে। যার কারণে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালাতে বাধ্য হয়েছেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত